ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ যেন থামছেই না। রবিবার পাকিস্তানি তরুণীর আলিশবার বক্তব্যের পর সোমবার সাংবাদিকদের মুখাোমুখি হন হাসিন। এদিন আলিপুর আদালতে শামির বিরুদ্ধে গোপন জবানবন্দি দেন তিনি। প্রায় দুঘন্টা ধরে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছুটে যান হাসিন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে এসেছেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে হাসিন বলেন, ‘সবকিছু প্রকাশ্য আসা উচিত। শামির বিরুদ্ধে আজ জবানবন্দি দিলাম। শামি-আলিশবা দু'জনেই মিথ্যে কথা বলেছে। এর শেষ দেখতে চাই।’ তিনি আরও জানান, ‘এই পরিস্থিতির সঙ্গে আর লড়াই করতে পারছি না, পুলিশের কাছে অনুরোধ করব শামিকে দ্রুত গ্রেফতার করা হোক।’ কাঠগড়ার বিচারের আগেই শামির জনসমক্ষের বিচার চেয়ে হাসিন বলেন, ‘শামিকে সবার সামনে নিয়ে আসুক সাধারণ মানুষ। প্রশ্ন করুন ও কেন সমানে মিথ্যে বলে চলেছে।’
হাসিন জানিয়েছেন, ‘এটা আমার লড়াই। আলিশবার বক্তব্য প্রকাশ পেতে আপনারা অনেকেই শামিকে সমর্থন করছেন। কিন্তু একজন নারী হিসেবে আমি নূন্যতম সম্মানটা আশা করেছিলাম।’ আলিশবা তার বক্তব্যে মিথ্যে বলেছেন বলেও অভিযোগ করেছেন হাসিন।
এদিকে, হাসিনের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এর আগে শামি জানিয়েছিলেন, তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে হাসিনের কাছে। শুধু তাই নয়, হাসিনই সোশ্যাল মিডিয়ায় কারচুপি করে মিথ্যে তথ্য রটাচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছিলেন ভারতীয় পেসার। এদিন সে প্রসঙ্গে হাসিন জানান, ‘আলিশবার সঙ্গে শামির নোংড়া সম্পর্ক রয়েছে। শামি নিজেই ঐসব চ্যাট করেছে। আমার কাছে ওর সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড থাকলে আমি আরও আগে এই সব প্রকাশ্যে আনতাম।’
বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/ওয়াসিফ