ক্রিকেটে বেশিরভাগ সময় বৃষ্টি বিঘ্নিত কারণে খেলা শুরু হতে দেরি হওয়ার খবর প্রায়ই দেখা যায়। মাঝে মধ্যে অালোর স্বল্পতার দরুণও ম্যাচ বাতিল হয়। কিন্তু ট্রাফিক জ্যামের (যানজট) কারণে ক্রিকেট ম্যাচ দেরিতে শুরুর ঘটনা বোধহয় এই প্রথম ঘটলো। আর তা অন্য কোনও দেশে নয় বাংলাদেশে।
সাভারের বিকেএসপির তৃতীয় গ্রাউন্ডে ঢাকা প্রিমিয়ার লিগে আজ এমন ঘটনা ঘটেছে। বিকেএসপিতে কলাবাগান ক্রীড়াচক্র ও মোহামেডানের স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচটি যানজটের কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছে।
ঢাকা থেকে সাভারের বিকেএসপিতে যাওয়ার পথে সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড)যানজটের কবলে পড়েন ক্রিকেটাররা।
জানা গেছে, ওই জায়গায় বসে থাকতে থাকতেই নাকি ম্যাচের সময় প্রায় হয়ে গিয়েছিল। পরে দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ অফিশিয়ালরা বাস থেকে নেমে রিকশা বা নিজস্ব উপায়ে মাঠে পৌঁছান।
তবে সকাল সাড়ে নয়টার দিকে বল মাঠে গড়ায়। টসে জিতে প্রথমে ব্যাটিং করে কলাবাগান। আর মোহাম্মদ আশরাফুলের ১২৭ রানে ভর করে ৪৭.৫ ওভারে ২৬০ রান করেছে কলাবাগান।
বিডিপ্রতিদিন/ ২০ মার্চ, ২০১৮/ ই জাহান