বিশ্বসেরা নন্দিত ক্রিকেটারদের একজন মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের প্রতি তার উৎসর্গীকৃত প্রাণ, মাঠে তার শরীরী ভাষা, আবেগ ক্রিকেট ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে। তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ দেখিয়েছিলে দেশীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের যুক্তি টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেনেও নিয়েছেন। কিন্তু ছবি বানানোর অনুমতি দেননি।
ক্রিকেট তারকাদের ওপর চলচ্চিত্র নির্মাণ নতুন কিছু নয়। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট তারকাদের নিয়ে ছবি নির্মিত হয়েছে। কিন্তু মাশরাফি তা চান না।
এ বিষয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, মাশরাফি ভাইকে আমরা জানিয়েছি যে আপনার বায়োপিক নিয়ে সিনেমা নির্মাণ হলে আমরা হয়তো আরো দুইটা-চারটা মাশরাফি জাতীয় দলে পেতে পারি ভবিষ্যতে। আপনার জীবন সংগ্রাম দেখে হয়তো অনেকে আগ্রহী হয়ে উঠবেন। মাশরাফি ভাই এগুলো মানলেও শেষ পর্যন্ত সিনেমা করার অনুমতি দেননি ।দুই বছর ধরে তার অনুমতির অপেক্ষায় আছি। মাশরাফি ভাই চলচ্চিত্রে তার জীবনী দেখাতে আগ্রহী নন। কিন্তু আমরা আশা ছাড়িনি।
বিডি প্রতিদিন/ফারজানা