এশিয়া কাপের ফাইনালে পরাশক্তি ভারত এবং অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়ে দেশে ফিরেছেন টাইগাররা। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দলপতি মাশরাফি বিন মুর্তজা ও তার দল।
এবার এশিয়া কাপের ফাইনালে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে মাত্র ২২২ রান করেও ভারতকে সহজ জয়ে মাঠ ছাড়তে দেননি লড়াকু মাশরাফি ও তার সৈন্য সামন্তরা। মাশরাফি, রুবেল, মোস্তাফিজের মুহুর্মুহু পেস তোপ এবং নাজমুল ইসলাম অপুর স্পিন জাদু ওভারের শেষ বলটি পর্যন্ত ভারতকে ক্রিজে থাকতে বাধ্য করেছে।
এবারের আসরের পর্দা নেমেছিল বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই। যেখানে ক্ষণে ক্ষণে রূপ বদলানো ও উত্তেজনাপূর্ণ ঠাসা ম্যাচটিতে শেষ বলে ভারতের কাছে হেরে আরও একবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। যদিও মাঠে কিছু বিতর্কিত সিদ্ধান্ত ছিল আম্পায়ারদের। বরাবরের মতো যার প্রতিটি গেছে বাংলাদেশের বিপক্ষে। এতো প্রতিকূলতা উপেক্ষা করেও বাংলাদেশ খেলেছে চ্যাম্পিয়নের মতোই। ভাগ্য সাথে থাকলে যে এশিয়া কাপ ঘরে উঠতে পারতো বাংলাদেশেরও। সেটা ভালোভাবেই জানে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাসহ পুরো ক্রিকেট বিশ্ব। তাই তো ম্যাচ শেষে এক টুইট বার্তায় আইসিসি জানিয়েছে, একটি অবিশ্বাস্য টুর্নামেন্টের অবিশ্বাস্য সমাপ্তি।
বিডি প্রতিদিন/এ মজুমদার