এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন মাঠে উপস্থিত ছিলেন এক সুন্দরী পাকিস্তানি সমর্থক। দুবাইয়ের গ্যালারিতে তাকে দেখে মন মজেছিল ভারতীয় ভক্তদের। সেই পাক-ভক্তের ছবি দেখার পরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ওই দেশে আরও বেশি ম্যাচ দেওয়ার আবেদন জানান।
তবে প্রশ্ন ছিলো সবার, কে এই সুন্দরী নারী? অবশেষে জানা গেল সেই নারীর নাম রিজলা রেহান। সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যাওয়া রিজলা রেহানের বাড়ি পাকিস্তানের করাচিতে। কর্মসূত্রে তিনি দুবাইয়ে থাকেন। তার ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে রিজলা বলেছেন, ‘‘কোনদিন স্বপ্নেও ভাবিনি আমি এত দ্রুত বিখ্যাত হয়ে যাব। আমি অসাধারণ কেউ নই। আমি একজন সাধারণ পাকিস্তানি মেয়ে।''
গ্যালারিতে খেলা দেখতে গিয়েছিলেন রিজলা। আর তখনই তিনি ক্যামেরাবন্দি হয়ে যান। রিজলা বলেছেন, ‘‘ম্যাচ চলাকালীন কেউ আমার ছবি তুলে নেয়। এটা আমার জানা ছিল না। এক বন্ধু হোয়াটসঅ্যাপে আমার সেই ছবি পাঠিয়ে দেয়। সেই ছবির নীচে ক্যাপশন লেখা- ইন্ডিয়া নে ম্যাচ জিত লিয়া হ্যায় লেকিন পাকিস্তান নে দিল জিত লিয়া হ্যায়। আমি প্রথমটায় কিছুই বুঝেত পারিনি। ভেবেছিলাম আমার সঙ্গে বুঝি মস্করা করছে আমার সেই বন্ধু।’’
কিন্তু সেই বন্ধু যে রসিকতা করছেন না, তা পরের দিন উপলব্ধি করতে পারেন রিজলা। আর এক বন্ধু রিজলাকে ফোন করে জানান, রেডিওর সাংবাদিকরা তাঁকে খুঁজছে। সাক্ষাৎকার চান তাঁর। রিজলা তাঁর স্বামীকে সব জানান। তার স্বামী উপদেশ দেন স্ত্রীকে, ‘‘পাঁচ মিনিটের খ্যাতি উপভোগ করো।’’
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন