সদ্যসমাপ্ত এশিয়া কাপে নিজেদের মেলে ধরতে পারেনি শাক্তিশালী পাকিস্তান। ভক্তদের হতাশ করেছেন বর্তমান পাকিস্তান দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ফখর জামানও। পাঁচ ম্যাচে মোটে ৫৬ রান করেছেন তিনি, যার মধ্যে দুই ম্যাচে শূন্য রানেই মাঠ ছাড়তে হয় তাকে। তবে এই তারকা ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তারই জের ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে ফখর জামানকে।
এ ব্যাপারে ইনজামাম বলেছেন, ফখরকে দলে নিয়ে অজিদের বিপক্ষে জুয়া দেখতে চান তিনি। তিনি বলেন, ‘তাকে টেস্ট স্কোয়াডে নিয়ে আমি জুয়া খেলেছি। তবে আমি নিশ্চিত, তিনি যখন ফর্মে ফিরবে; তখন অনেক বড় ইনিংসই খেলবেন।’
পাকিস্তানি সাবেক এই অধিনায়কের আরও বলেন, ‘তিনি একজন বড় মাপের খেলোয়াড়। সাম্প্রতিক অতীতেও দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন। কয়েকটি খারাপ ইনিংস গেছে বলে এখনই তার বিকল্প নেবো।’
ইনজি'র বিশ্বাস, অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই পাকিস্তান দল আবারও ঘুরে দাঁড়াবে। ৭ অক্টোবর থেকে দুবাইয়ে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার দুই টেস্ট প্রথম টেস্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ