ধর্ষণের অভিযোগে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর (৩৩) বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে ধর্ষণের অভিযোগকে মিথ্যা সংবাদ বলে অভিহিত করেছেন রোনালদো।
ক্যাথরিন মেয়রগাকে (৩৪) নামের এক মার্কিন নারী অভিযোগ করেছেন, ২০০৯ সালে রোনালদো তাকে ধর্ষণ করেছেন। এ ঘটনার পর রোনালদো তার কর্মকাণ্ডের জন্য পরে দুঃখও প্রকাশ করেছিলেন।
এর উত্তরে সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিওতে রোনালদো বলেছেন, তারা আমার নাম ব্যবহার করে প্রচারে আসতে চায়। এটা খুবই স্বাভাবিক ঘটনা।
রোনালদোর আইনজীবী বলেছেন, ধর্ষণের ভুয়া অভিযোগ প্রকাশের জন্য তারা জার্মানির দের স্পিগেল সাময়িকীর বিরুদ্ধে মামলা করবেন।
ক্যাথরিনের উদ্ধৃতি দিয়ে ওই সাময়িকী জানিয়েছে, ক্যাথরিন মেয়রগাকে লাস ভেগাসের হোটেল রুমে ধর্ষণ করেন রোনালদো। ওই ঘটনা যাতে জনসম্মুখে না আসে সে জন্য তিনি ক্যাথরিন ৩ লাখ ৭৫ হাজার ডলারও নাকি দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা