ফিলিস্তিনি আন্দোলন কর্মী আহেদ তামিমি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে বিশেষ সম্মাননা দিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার তামিমিকে সান্তিটিয়াগো বার্নাবো স্টেডিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।
স্টেডিয়ামে শনিবার তামিমিকে সাবেক স্টাইকার ইমিলিও বুট্রেগোনো শুভেচ্ছা জানান এবং তাকে একটি ফুটবল জার্সি উপহার দেন।
তামিমি ও তারা বাবা ব্যসিম তামিমিকে ক্লাবের পক্ষ থেকে সান্তিটিয়াগো বার্নাবো স্টেডিয়ামে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।
এর আগে ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার প্রশংসা করে ক্লাবটি।
উল্লেখ্য, আহেদ তামিমির দুই ইসরায়েলি সৈন্যকে আঘাত ও চর মারার একটি ভিডিও ভাইরাল হলে ইসরায়েলি সেনাদের হাতে ২০১৭ সালের ডিসেম্বরে মাসে গ্রেফতার হন। পরে চলতি মাসের জুলাইয়ে তিনি জেল থেকে ছাড়া পান।
বর্তমানে ১৭ বছরের এই অধিকার কর্মী বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেওয়ার জন্য ইউরোপে অবস্থান করছেন।
বিডি প্রতিদিন/০১ অক্টোবর ২০১৮/আরাফাত