মিচেল মার্শের সেঞ্চুরিতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন শেষে বড় লিড পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে পাকিস্তান ‘এ’ দলের করা ২৭৮ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ৪৯৪ রান করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে ২১৬ রানে এগিয়ে অসিরা।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল মার্শ ১৬২, শন মার্শ ৯৪ ও অ্যারন ফিঞ্চ ৫৪ রান করেন। ২ উইকেটে ২০৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলো অস্ট্রেলিয়া।
দুবাইয়ে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
বিডি প্রতিদিন/এনায়েত করিম