বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। লাওসকে ১-০ গোলে হারিয়ে এবারের আসর শুরু করলো স্বাগতিকরা। ম্যাচের ৬০ মিনিটে জয় সূচক গোলটি করেন বিপুল আহমেদ।
এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে হোম ভেন্যুর ফায়দা আর গত মার্চের প্রীতি ম্যাচে লাওসের বিপক্ষে ড্র করার সুখস্মৃতি নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
সাদামাটা আয়োজনে আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুরু থেকেই বল পসেশনে এগিয়ে থাকে স্বাগতিকরা। একাধিক সুযোগও তৈরি হয়। কিন্তু, সুফিল-জীবনদের ব্যর্থতায় প্রথমার্ধে কোন গোল করতে পারেনি জেমি ডে শীষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাবার সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ডরা। তবে ৬০ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করে বিপুল আহমেদ। জটলা থেকে আসরের প্রথম গোল উপহার দিয়ে দর্শকদের আনন্দে ভাসান তিনি।
এরপর ম্যাচে চেষ্টা করেও দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
গ্রুপ 'এ'-তে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ফিলিপাইন।
বিডি প্রতিদিন/০১ অক্টোবর ২০১৮/আরাফাত