ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ তিন ম্যাচে কোন জয় নেই দলটির। তার উপরে গত শনিবার ওয়েস্ট হ্যামের কাছে হারের পরে বেশ চাপেই রয়েছেন ম্যান ইউ ম্যানেজার জোসে মরিনহো। দল বিদায় নিয়েছে কারাবাও কাপ থেকেও। ইতিমধ্যেই এপিএলে সাত ম্যাচের তিনটিতেই হেরে বসে রয়েছে মরিনহোর দল।
ফলে ওল্ড ট্র্যাফোর্ডে নিজের কোচিং ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তিত ম্যান ইউয়ের এই পর্তুগিজ ম্যানেজার। যদিও মুখে এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া দেননি ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ ম্যানেজার। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি ম্যান ইউ।
চাকরি ধরে রাখতে গেলে এই ম্যাচ জিততেই হবে মরিনহোকে। এমনই ধারণা অনেকের। এদিকে, ইংল্যান্ডের সংবাদমাধ্যমে এর আগে জল্পনা চলছিল জিনেদিন জিদান ফোন করেছিলেন মরিনহোকে। তিনি নাকি ফোন করে তাকে আশ্বস্ত করেন, মরিনহোকে সরিয়ে ম্যানেজার হওয়ার কোন পরিকল্পনা নেই তার। কিন্তু মোরিনহো তার ফোন করার কথা হেসে উড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত, মরিনহো সরলে জিদানকেই অনেকে ম্যান ইউ ম্যানেজারের পদে বসার সেরা প্রার্থী মনে করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ