শিরোনাম
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
- জন্মদিনে ঝড় তুললেন রণবীর, ধুরন্ধর’-এ ফিরলেন ভয়ংকর রূপে
চামেলীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন মেয়র লিটন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে শুরু করেছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় ক্রিকেট দলের প্রথম সারির ক্রিকেটাররা। এরই মধ্যে বিসিবির উচ্চ পর্যায় থেকে চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাসও মিলেছে। খোঁজ নিয়েছেন আনসার বাহিনীর প্রধানও। সকালে অসুস্থ চামেলী খাতুনকে দেখতে রাজশাহীর দরগাপাড়ায় তার বাড়িতে যান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় তিনি তার শয্যাপাশে বসে সমস্যার কথা শুনে চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। নগদ এক লাখ টাকা তুলে দেন চামেলীর হাতে।
পরে গণমাধ্যমের কাছে মেয়র বলেন, তাকে সুস্থ করে তুলতে সবাই চেষ্টা চালাচ্ছে। অনেকে এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেটার চামেলী।
জানা গেছে, আট বছর থেকে লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডের হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে মুমূর্ষ অবস্থায় পৌঁছেছেন চামেলী। মেরুদণ্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।
বুধবার অসুস্থ ক্রিকেটার চামেলী খাতুনকে দেখতে যান মেয়র খায়রুজ্জামান লিটন। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। এ সময় মেয়র লিটন সাংবাদিকদের বলেন, অসুস্থ ক্রিকেটারের পাশে আমার দাঁড়ানো উচিত মনে করেই তাকে দেখতে এসেছি। চামেলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, তারা নিদারুণ সংকটে আছেন। চামেলী খাতুনের চিকিৎসার পুরোপুরি ব্যয়ভার মেটাতে যা করা দরকার করবো। সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করবো। জরাজীর্ণ যে বাড়িতে তারা বসবাস করছেন, সেটি নিয়ে কী করা হয় পরবর্তীতে সেটাও করবো। এছাড়া চামেলীর বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করবো।
ক্রিকেটার চামেলী খাতুন জানান, গণমাধ্যমের কল্যাণে এখন অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ফোন করে খোঁজ-খবর নিচ্ছেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর