শিরোনাম
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
- বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
- খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানাল আমিরাতের মেয়েরা (ভিডিও)
- ভুটানের লিগে ২৮ গোলের অবিশ্বাস্য জয়ে সাবিনার ৯ ও মনিকার ৭
- সাম্য হত্যায় ক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন ছাত্রদল ও বাম সংগঠনের
- জান্তা বাহিনীর ঘাঁটিতে হামলা, থাইল্যান্ডে পালাল ৪১৪ জন
- সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি উপাচার্যের পদত্যাগ দাবি জাবি ছাত্রদলের
- মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক নিয়োগ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি : আসিফ নজরুল
- দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তাসহ চারজনকে দুদকে তলব
- রাঙামাটিতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত
চামেলীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন মেয়র লিটন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে শুরু করেছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় ক্রিকেট দলের প্রথম সারির ক্রিকেটাররা। এরই মধ্যে বিসিবির উচ্চ পর্যায় থেকে চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাসও মিলেছে। খোঁজ নিয়েছেন আনসার বাহিনীর প্রধানও। সকালে অসুস্থ চামেলী খাতুনকে দেখতে রাজশাহীর দরগাপাড়ায় তার বাড়িতে যান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় তিনি তার শয্যাপাশে বসে সমস্যার কথা শুনে চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। নগদ এক লাখ টাকা তুলে দেন চামেলীর হাতে।
পরে গণমাধ্যমের কাছে মেয়র বলেন, তাকে সুস্থ করে তুলতে সবাই চেষ্টা চালাচ্ছে। অনেকে এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেটার চামেলী।
জানা গেছে, আট বছর থেকে লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডের হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে মুমূর্ষ অবস্থায় পৌঁছেছেন চামেলী। মেরুদণ্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।
বুধবার অসুস্থ ক্রিকেটার চামেলী খাতুনকে দেখতে যান মেয়র খায়রুজ্জামান লিটন। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। এ সময় মেয়র লিটন সাংবাদিকদের বলেন, অসুস্থ ক্রিকেটারের পাশে আমার দাঁড়ানো উচিত মনে করেই তাকে দেখতে এসেছি। চামেলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, তারা নিদারুণ সংকটে আছেন। চামেলী খাতুনের চিকিৎসার পুরোপুরি ব্যয়ভার মেটাতে যা করা দরকার করবো। সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করবো। জরাজীর্ণ যে বাড়িতে তারা বসবাস করছেন, সেটি নিয়ে কী করা হয় পরবর্তীতে সেটাও করবো। এছাড়া চামেলীর বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করবো।
ক্রিকেটার চামেলী খাতুন জানান, গণমাধ্যমের কল্যাণে এখন অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ফোন করে খোঁজ-খবর নিচ্ছেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর