বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড় জুটি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। এবার এই তারকা দম্পতির ঘর আলোকিত করলো সদ্য জন্ম নেওয়া এক পুত্র-সন্তান। শোয়েব-সানিয়ার ছেলের নাম নিয়ে জল্পনার শেষ নেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানিয়া ও শোয়েবের ছেলের নাম ইজহান মির্জা মালিক।
সানিয়া ও শোয়েব মনে করেন, প্রথম নাম ঈশ্বরের উপহার হয়। দু’ জনের কাছে তাঁদের পুত্রসন্তান ঈশ্বরেরই উপহার।
২০১০ সালে সানিয়ার সঙ্গে বিয়ে হয় শোয়েব মালিকের। এবছর এপ্রিল মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সানিয়ার এখন বয়স ৩৩ বছর।মঙ্গলবার সকালে হায়দরাবাদের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সানিয়া।
টুইটারে অনেককে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক ফারহা খান সর্বপ্রথম টুইট করে সানিয়ার পুত্রসন্তান হওয়ার খবর সবাইকে জানান। তার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে খবরটি। এখনও পর্যন্ত পুত্রসন্তানকে নিয়ে সানিয়ার কোন ছবি প্রকাশ্যে আসেনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ