জাতীয় লিগে বড় জয় পেয়েছে ঢাকা ডিভিশন। প্রথম ইনিংসে ৫৯। দ্বিতীয় ইনিংসে ১৬৬। ঢাকা মেট্রোপলিসের এমন নাজেহাল ব্যাটিংয়ে ঢাকা ডিভিশনের এক ইনিংসে করা ৩৮৬ অনেক দূরে থেকে গেছে। ইনিংস ব্যবধান ও ১৬১ রানে হারতে হয়েছে তাদের।
জাতীয় লিগে টায়ার-২’র এই ম্যাচে শুভাগত হোমের সেঞ্চুরিতে ঢাকা ডিভিশন প্রথম ইনিংসে ৩৮৬ রানের বড় স্কোর গড়ে। শুভাগত ১৪৬ বলে ১০৬ রানে সাজঘরে ফেরেন। সাতটি চার আর পাঁচটি ছয়ের মার ছিল তার ইনিংসে।
প্রথম ইনিংসে ৫৯ করার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চেয়েও পারেনি মেট্রোপলিস। তাইবুর রহমান দাপুটে বোলিংয়ে ৪ উইকেট নেন। তাকে যোগ্য সঙ্গ দেন মোশাররফ হোসেন। তিনি নেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন শুভাগত হোম।
দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রোর হয়ে লড়াই করা একমাত্র ব্যাটসম্যান সাদমান ইসলাম। ১৩৬ বলে ৬৬ রান করেন ওই ওপেনার।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৮/আরাফাত