ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মারলন স্যামুয়েলসকে আউট করে একটু বাড়াবাড়ি উদযাপন করে ফেলেছিলেন ভারতীয় পেসার খলিল আহমেদ। যার মাশুল হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের সাথে। পাশাপাশি সতর্ক করা হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে খলিলকে।
এ ব্যাপারে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, 'ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। খলিলের বলে স্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন মারলন স্যামুয়েলস। এরপর সাজঘরে ফিরতে থাকা ব্যাটসম্যানের দিকে অতি আগ্রাসী ভঙ্গি করেন খলিল। অনফিল্ড আম্পায়াররা মনে করছেন, এমন প্রতিক্রিয়া ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের বিরক্তির উদ্রেক করতে পারে।'
তবে খলিল দোষ স্বীকার করে নেয়ায় ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সামনে নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ