স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের খবরকে ৩ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ প্রতিদিন। গ্রুপ পর্বের শেষে ম্যাচে প্রতিপক্ষের দেওয়া ৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ প্রতিদিন।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনের আউটার স্টেডিয়ামে প্রথম ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশের খবর। বাংলাদেশ প্রতিদিনের হয়ে মাসুদ রানা দুটি এবং নাদিম মাহমুদ একটি উইকেট নেন।
জবাব দিতে নেমে তিন ওভার ও তিন উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ প্রতিদিন। সর্বোচ্চ ২৯ রান আসে ম্যাচ সেরা নাদিম মাহমুদের ব্যাট থেকে। এছাড়া মাহবুবুল আলম অপরাজিত ৮ রান করেন।
বাংলাদেশ প্রতিদিনের স্কোয়াড: খন্দকার মাহবুব, সাখাওয়াত কাওসার, মাহমুদ আজহার, নাদিম মাহমুদ, শামীম আহমেদ, মাসুদ রানা, রাশেদুর রহমান, রেজাউল কবীর, মাহবুবুল আলম, ফরহাদ উদ্দিন।
এর আগে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউ নেশন'কে পরাজিত করে বাংলাদেশ প্রতিদিন। এদিন প্রতিপক্ষের দেওয়া ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বল এবং ২ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ প্রতিদিন। ম্যাচসেরা মাসুদ রানা করেন সর্বোচ্চ ৩২ রান নেন। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সাখাওয়াত কাওসার।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৮/মাহবুব