২০০৭-০৮ মৌসুমে ব্রাজিলের কাকা ব্যালন ডি’অর জেতার পর থেকে টানা দশ বছর ধরে চলেছে মেসি-রোনালদোর রাজত্ব। দুই কিংবদন্তির ঝুলিতেই রয়েছে পাঁচটি করে ব্যালন ডি’অর।
এ বছর ছয় নম্বর ব্যালন ডি’ওর জেতার আশা হারাচ্ছেন না রোনালদো। কিন্তু এবার আর মেসিকে ব্যালন ডি’অর এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না তিনি। বরং ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান ও ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকে নিয়েই বেশি চিন্তিত সি আর সেভেন।
বুধবার রোনালদো বলেছেন, ‘‘যদি বলি, আমি ব্যালন ডি’অর জিততে চাই না, তা হলে মিথ্যে বলা হবে। অবশ্যই ছয় নম্বর ট্রফিটা নিজের ঘরে দেখতে চাই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘তবে বুঝতে পারছি না এবার মেসিকে সেই জায়গায় দেখতে পাব কি না। প্রতিপক্ষ হিসেবে মোহাম্মদ সালাহ, লুকা মদ্রিচ, গ্রিজম্যান, রাফায়েল ভারান ও কিলিয়ান এমবাপ্পেকেই এগিয়ে রাখছি।’’
ফরাসি তারকাদের কেন বেশি এগিয়ে রাখছেন কিংবদন্তি? রোনালদোর ব্যাখ্যা, ‘‘কারণ ওরা বিশ্বচ্যাম্পিয়ন।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ