লা লিগায় গত ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে ডান কবজির হাড়ে চিড় ধরা পড়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান লিওনেল মেসি। কিন্তু প্রত্যাশিত সময়ের আগেই মাঠে ফিরতে পারেন তিনি। চোটে পড়ার ১১ দিন পরই অনুশীলনে ফিরেছেন এই বার্সেলোনা তারকা।
বুধবার রাতে কোপা দেল রের ম্যাচে কালচারাল লিওনেসা ও শনিবার লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে অবশ্য মেসি খেলবেন না। তবে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ১২ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয় গোল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ