শচীন টেন্ডুলকারকে টপকে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০০০০ রানের মালিক এখন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ‘সিরিজ সেরার’ পুরষ্কার পেয়েছেন। শচীনের সঙ্গে বিরাটের তুলনাও শুরু হয়ে গেছে।
শচীন কিন্তু এই তুলনায় যেতে রাজি নন। তিনি বলেছেন, ‘বিরাট দ্রুত উন্নতি করেছে। তার মধ্যে খিদে রয়েছে। তবে এই তুলনায় যেতে আমি রাজি নই। ৭০–৮০ কিংবা নয়ের দশকে একধরণের বোলার ছিল। এখন অন্যরকম। আমি ২৪ বছর ক্রিকেট খেলেছি। একাধিক বড় বোলারকে সামলেছি। সময়ের সঙ্গে ক্রিকেটও বদলেছে। তাই এই তুলনায় যেতে আমি রাজি নই।’
একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান রয়েছে শচীনের। বিরাট ইতিমধ্যেই করে ফেলেছেন ৩৮টি। শচীনকে টপকে যেতে পারবেন বিরাট? মাস্টার ব্লাস্টারের কথায়, ‘আমাদের সময় ক্রিকেটে একরকম নিয়ম ছিল। এখন আরেকরকম নিয়ম এসেছে। নিয়মেও অনেক বদল এসেছে। অস্ট্রেলিয়ায় একসময় বাউন্ডারি এত বড় থাকত যে বাউন্ডারি লাইন টপকানোই কঠিন হয়ে যেত। এখন অবশ্য অস্ট্রেলিয়ায় ভারতীয়রা রান পাচ্ছে। তারপরেও বলব এক প্রজন্মের সঙ্গে অপর প্রজন্মের তুলনা আমি পছন্দ করি না।’
এরপরই শচীনের সংযোজন, ‘এই তুলনাটা সমালোচকরা তৈরি করে। মিডিয়াও তুলনা টানতে পছন্দ করে। কিন্তু আমি বলব বিরাটকে তার মতো করে খেলতে দিন। দেখবেন সে বিশ্বের অন্যতম সেরা হয়ে উঠবে একদিন।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর