জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহদুল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার সিলেটে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের তিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং অন্তবর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করতে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে মূল্যায়ন করেন কোচ স্টিভ রোডস।
সাকিব প্রসঙ্গে কোচ বলেন, ‘আগে অনেক অধিনায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। সাকিব এখনও পর্যন্ত আমার দেখা সেরা ট্যাকটিকাল অধিনায়ক। ওর দারুণ কিছু শক্তির দিক আছে। আমিও ওর কাছ থেকে শিখি।’
বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি প্রসঙ্গে রোডস বলেন, ‘ম্যাশ অসাধারণ একজন মানুষ। সাকিবের চেয়ে ও আলাদা, অনেক প্যাশন ও গর্ব নিয়ে খেলে সে। সবার কাছ থেকে সেরাটা বের করে আনে। ওর সঙ্গে কাজ করতে উপভোগ করি আমি।’
মাহমুদউল্লাহ প্রসঙ্গে কোচ বলেন, ‘এখন রিয়াদ আমার জন্য নতুন অধিনায়ক। প্রাথমিক অভিজ্ঞতা দারুণ। দল নির্বাচন ও অন্যান্য ভাবনা নিয়ে ছোট্ট একটি মিটিং হয়েছে ওর সঙ্গে। রিয়াদ, আমার ও অ্যানালিস্টের আরেকটি মিটিং আছে। আরও ভালো বুঝতে পারব।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর