থামছে না পাকিস্তানের জয়রথ। অস্ট্রেলিয়া বধের পর এবার নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের টান টান উত্তেজনার প্রথম ম্যাচে এসেছিল মাত্র দু’রানের জয়। আর দ্বিতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের ছয় উইকেটে হারিয়ে ঘরের মাঠে ফের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল সরফরাজ বাহিনী।
এর মধ্য দিয়ে টানা ১১ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল পাকিস্তান।
শুক্রবার দুবাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে ব্ল্যাক ক্যাপসরা।
২০ রানে তিন উইকেট নিয়ে পাক বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহিন আলি আফ্রিদি।
জবাবে শুরুতেই ফখর জামান ও বাবর আজম দুরন্ত পার্টনারশিপ উপহার দেন। তারা করেন ৪০ রান।
ব্যক্তিগত ২৪ রানে ফখর প্যাভিলিয়নে ফিরলে আজমের সঙ্গে জুটি বাঁধেন আসিফ আলি। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের পার্টনারশিপই জয়ের ভিত গড়ে দেয় পাকিস্তানের। ৪০ রানে ফিরে যান বাবর আজম।
এরপর দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন আসিফ আলি ও মোহাম্মদ হাফিজ। আসিফ করেন ৩৪ বলে মূল্যবান ৩৮ রান। আর ২১ বলে দ্রুত ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেন হাফিজ।
শোয়েব মালিক ৭ বলে ১০ রান করে আউট হলেও ক্রিজে নেমে কোন বলই খেলতে হয়নি অধিনায়ক সরফরাজকে
দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন হাফিজ।
রোববার দুবাইয়ে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি খেলবে দুই দল।
বিডি-প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/আবুল কালাম