জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক হ্যামিল্টন ম্যাসাকাদজা। ফলে ফিল্ডিংয়ে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টায়।
এদিকে, বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার এই ম্যাচের মধ্য দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু এবং বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু হিসেবে পরিচিতি পাচ্ছে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৮/মাহবুব