পার্ট-টাইম স্পিনার হিসেবেই মূলত সীমিত ওভারের ক্রিকেটে বল করে থাকেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রায়ডু। তবে এবার দুঃসংবাদ এলো তার জন্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাকে অভিযুক্ত করেছেন ম্যাচ অফিসিয়ালরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার সিডনিতে প্রথম ওয়ানডেতে মাত্র দুই ওভার বল করেন তিনি। এরপরই ম্যাচ অফিসিয়ালদের আতস কাঁচের নীচে চলে আসে এই ভারতীয় ক্রিকেটারের বোলিং অ্যাকশন। ম্যাচের পর রায়ডুর সন্দেহজনক বোলিং অ্যাকশনের রিপোর্ট সম্পর্কে টিম ম্যানেজম্যান্টকে অবগত করে আইসিসি।
এক বিবৃতিতে আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়, ‘রায়ডুর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ শেষে রিপোর্ট করা হয়েছে ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে। এই ক্রিকেটারের বোলিং অ্যাকশন সম্পর্কে অবগত করা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।’
আইসিসি আরও জানায়, আগামী ১৪ দিনের মধ্যে ভারতীয় এই ক্রিকেটারকে বোলিং অ্যাকশনের বৈধতার পরীক্ষায় বসতে হবে। সেই বৈধতার পরীক্ষায় উত্তীর্ন হলে তবেই আবার ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে বল করার সুযোগ মিলবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ