সাবেক জাতীয় দলের কোচকে নিয়ে করিম বেনজেমা বলেছেন, ‘ফ্রান্সের বর্ণবাদী আচরণের কাছে মাথা নুইয়েছেন দিদিয়ের দেশম।’ ফরাসি ফরোয়ার্ডের এমন মন্তব্যের প্রেক্ষিতে ২০১৮ বিশ্বকাপ জয়ী কোচ রিয়াল মাদ্রিদের এই তারকাকে 'মাত্রা না ছাড়াতে' সতর্ক করেছেন।
ফ্রান্সের এক রেডিওর মাধ্যমে দেশম বলেন, ‘কিছু লোক এমনসব কথা বলছে যেগুলো বোধশক্তির বাইরে চলে যাচ্ছে এবং আমি এসব কখনোই ভুলব না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমি ফরাসি খেলোয়াড়দের দলে টানি। তারা সবাই ফরাসি এবং কাউকেই বর্ণ কিংবা ধর্মে ভাগ করে দলে নেয়া হয় না। একই সঙ্গে আমি তাদেরও দলে রাখি না যারা খুব খারাপ কিংবা তার চেয়েও বেশি!’
উল্লেখ্য, ২০১৫ সালে জাতীয় দল সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার যৌনকর্মের ভিডিও ধারণ করায় কোচ দেশমের বিরাগভাজন হন বেনজেমা। দলের সম্প্রীতি বজায় রাখতে ২০১৬ সালে ফ্রান্সের ইউরো স্কোয়াড থেকেও রিয়াল ফরোয়ার্ডকে বাদ দেন দেশম। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি বেনজেমার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ