প্রায় ১১ বছর পাকিস্তানে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে অংশ নেবেনে তিনি। ম্যাচ দুটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বিষয়টি ডি ভিলিয়ার্স নিজেই নিশ্চিত করেছেন।
সবশেষ ২০০৭ সালে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে পাকিস্তানে খেলতে গিয়েছিলেন ডি ভিলিয়ার্স। আর এবার নিজ ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সফর করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এ খবর নিশ্চিত করে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি আনন্দের সহিত জানাচ্ছি, আগামী ৯ এবং ১০ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হতে যাওয়া দুটি ম্যাচে আমি খেলতে নামবো। ২০১৬ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে পিএসএল নতুন একটি মানদণ্ড সৃষ্টি করেছে তারা। আমি এবারের আসরে খেলতে মুখিয়ে রয়েছি।’
বিডি প্রতিদিন/কালাম