প্রথম ফুটবলার হিসবে স্প্যানিশ লিগে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বার্সা অধিনায়ক মেসি। এইবারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে জালে বল পাঠিয়ে নতুন চূড়ায় উঠেন তিনি। লিগে মোট ৪৩৫ ম্যাচ খেলে অসাধারণ এই কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন তারকা।
৪০০ গোল করার অনন্য এই কীর্তি গড়ায় লিওনেল মেসিকে প্রশংসা ভাসিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলে ৪০০ গোল করা দ্বিতীয় খেলোয়াড় মেসি। মেসির প্রতিদ্বন্দ্বী যাকে ধরা হয় সেই রোনালদোর থেকে ৬৩টি ম্যাচ কম খেলে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। রোনালদো বর্তমানে ৫০৭ ম্যাচে ৪০৯টি গোল করে শীর্ষ পাঁচ দেশের ক্লাবগুলোর ভেতর সর্বোচ্চ গোলদাতার চূড়ায় রয়েছেন। যেখানে মেসি ৪৩৫টি ম্যাচে ৪০০ গোল করে রোনালদোর থেকে ৯ গোলে দূরে রয়েছেন।
মেসির অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে বার্সা কোচ বলেন, 'মেসির পরিসংখ্যান আকাশ ছোঁয়া; এগুলো অবিশ্বাস্য। শুধু গোলগুলো নয়, যেসব কীর্তি সে গড়েছে, তাতে মনে হয়, সে অন্য গ্যালাক্সি থেকে এসেছে।'
বিডি প্রতিদিন/এনায়েত করিম