জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগের দুই টেস্টেও হেরে যাওয়ায় হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল সরফরাজ আহমেদের দল।
জোহানেসবার্গ টেস্টে পাকিস্তানের সামনে ৩৮১ রানের বিশাল লক্ষ্য দেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বোলারদের তোপের মুখে একদিন হাতে থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান। রাবাদা ও অলিভিয়েরের তোপে ব্যাটসম্যানরা শুধুই আসা যাওয়ার মধ্যে ছিলেন।
স্রোতের বিরুদ্ধে এক প্রান্ত আগলে রেখে শাদাব খান ৪৭ রানে অপরাজিত থাকলেও প্রথম সেশনেই ২৭৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ফলে ১০৭ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। আগের দুই টেস্টেও হেরে যাওয়ায় হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেয়েছে সরফরাজ আহমেদের দল।
এই জয়ে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে পেছনে ফেলে টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে হোয়াইটওয়াশ হয়ে সাতে নেমে গেছে পাকিস্তান।
পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করা অলিভিয়ের সিরিজ সেরা হয়েছেন। আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা কুইন্টন ডি ককের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম