পশ্চিমবঙ্গের টালা পার্কের মাঠে উঠতি ক্রিকেটারের মৃত্যু। ঘটনায় শোকস্তব্ধ পশ্চিম বঙ্গের ক্রিকেট মহল। ক্রিকেটারের নাম অনিকেত শর্মা। বয়স ২১ বছর।
সিএবি’র ক্লাব ক্রিকেটে যথেষ্ট পরিচিত অনিকেত। আগামীকাল বুধবার ক্লাব ক্রিকেটে খেলা মিলন সমিতি বনাম পাইকপাড়া ক্লাবের।
সেজন্যই টালা পার্কের মাঠে অনুশীলন করছিলেন পাইকপাড়ার সতীর্থদের সঙ্গে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি সতীর্থরা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মূলত ডান হাতি ব্যাটসম্যান ছিলেন অনিকেত। তবে প্রয়োজনে অফব্রেক বোলিংও করতে পারতেন তিনি। প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসেবে তাকে পশ্চিমবঙ্গের পরবর্তী তারকা বলেও ধরা হচ্ছিল। তার আগেই অকাল মৃত্যুতে পাড়ি জমালেন ওপারে।
জানা গেছে, মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন অনিকেত।
প্রসঙ্গত, সাবেক ক্রিকেটার সুশীল শিকারিয়ার হাত ধরে মেদিনীপুর থেকে খেলতে এসেছিলেন অনিকেত। সূত্র: কলকাতা ২৪ ও এবেলা।
বিডি প্রতিদিন/কালাম