লেগানেসের বিপক্ষে হেরেও প্রথম লেগের বড় ব্যবধানের জয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে হারে সান্তিয়াগো সোলারির দল। এর আগে, গত সপ্তাহে প্রথম পর্বে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে রিয়াল।
চোটের কারণে এই ম্যাচে ছিলেন না গ্যারেথ বেল, করিম বেনজেমা, থিবো কোর্তোয়াসহ নিয়মিত একাদশের অনেককে।
নিজেদের হারিয়ে ফেরা রিয়ালের জালে ৩০তম মিনিটেই বল পাঠায় লেগানেস। ডেনমার্কের ফরোয়ার্ড মার্টিন ব্রেথওয়েট গোল করে দলকে এগিয়ে নেন।
বাকি সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় এই ম্যাচে হেরে যায় রিয়াল। তবে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে রিয়াল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম