ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের অতিথি হয়ে নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়া লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়াকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সিরিজের মাঝপথেই তাদেরকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই ঘটনা দু’জনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
বেশি সমালোচিত হন পান্ডিয়া। আর সামাজিকভাবে এতটাই হেয় প্রতিপন্ন হয়েছেন যে, জনসম্মুখে যেতেই ভয় পাচ্ছেন এই তারকা অলরাউন্ডার।
বাড়িতে ফিরে ছেলে এখন পর্যন্ত ঘরের বাইরে পা ফেলেননি বলে জানিয়েছেন পান্ডিয়ার বাবা হিমাংশু। ছেলের অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে ফেরার পর একবারও বাড়ির বাইরে পা রাখেনি। ধরছে না ফোনও।’
গত মঙ্গলবার ছিল হিন্দু ধর্মাবলম্বীদের ‘মকর সংক্রান্তি’ উৎসব। আর এমন উৎসবের দিনেও ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকেন পান্ডিয়া। পুরোটা দিন কাটান বারোদার বাড়িতেই।
বিডি প্রতিদিন/এনায়েত করিম