তারকা স্ট্রাইকার হ্যারি কেনের মতো আরেক জন স্ট্রাইকার খুঁজে পাওয়া 'অসম্ভব' বলে মন্তব্য করেছেন টটেনহ্যামেন কোচ মরিসিও পোচেত্তিনো। একাডেমির মাধ্যমে আরেকজন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর বিষয়টি নিয়ে পোচেত্তিনো এখন চাপে আছেন। দলের তরুণদের নিয়েও তিনি খুব একটা স্বস্তিতে নেই।
পোচেত্তিনো বলেছেন, 'আমি মনে করি, আমাদের দর্শন একেবারে স্পষ্ট। ট্রান্সফার উইন্ডোতে আমরা কোন নতুন খেলোয়াড় বিশেষ করে নতুন কোন স্ট্রাইকারের সাথে চুক্তিতে যাব না। এটা কোনো ঝুঁকি নয়। আমরা যদি হ্যারি কেনের মতো একই মানের কোনো খেলোয়াড় খুঁজে পাই, তবে হয়তো এই সিদ্ধান্তটা আমাদের জন্য ভুল হতে পারে। কিন্তু আমরা জানি কেনের মতো কাউকে খুঁজে পাওয়া অসম্ভব।'
তিনি আরও বলেন, 'সাড়ে ৪ বছর আগে আমরা কেন কিংবা ডেলে আলির মত কোনো বড় তারকাকে খুঁজে পাইনি। অথচ তারাই এখন ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা আমাদের জন্য, সমর্থকদের জন্য অনেক বড় একটা স্বস্তির দিক। আমাদের সামনে সুযোগ এসেছে একাডেমির মাধ্যমে নতুন খেলোয়াড়দের বের করে নিয়ে আসার।
বিডি প্রতিদিন/এ মজুমদার