নিউজিল্যান্ড সিরিজ প্রথমবার ভারতের ব্যাটিং বিপর্যয়। প্রথম তিন ম্যাচ জিতে পাঁচ ওয়ানডে সিরিজ জিতে নিলেও চতুর্থ ম্যাচে মাত্র ৯২ রানেই গুটিয়ে গেল ভারত। সেডন পার্কে মূলত ট্রেন্ট বোল্টের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা অহসায় আত্মসমর্পণ করেছে।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে ব্যর্থ রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটি। ২১ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় ওপেনাররা। ব্যক্তিগত ১৩ রানে বোল্টের বলে এলবিডব্লিউ হন শিখর ধাওয়ান। এর দুই ওভার পরেই বোল্টের হাতে কট অ্যান্ড বোল্ড হন রোহিত। তার অবদান ২৩ বলে ৭ রান।
তারপর একে একে ড্রেসিংরুমে ফেরার মিছলে যোগ দেন শুভমন গিল, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক এবং কেদার যাদব। রায়ডু ও কার্তিক খাতাই খুলতে পারেননি৷ কেদারের অবদান মাত্র ১ রান৷ শুভমন গিল করেন ৯ রান। তবে লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া ১৬ রান, কুলদীপ যাদব ১৫ রান ও যুবেন্দ্র চাহাল ১৮ রান করলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩০.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৯২।
নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট নেন ৫ উইকেট।কলিন গ্র্যান্ডহোম নেন ৩ উইকেট। বাকি দুই উকেট টদ এসল আর জেমস নিশামের দখলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর