প্রতিশোধের বৃত্ত পূর্ণ করল অস্ট্রেলিয়া। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথমবার টেস্ট ও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে ফিরেছিল টিম ইন্ডিয়া। সূচিতে টেস্ট ক্রিকেট না থাকলেও পালটা ভারত সফরে এসে টি-২০ ও ওয়ানডে সিরিজের দখল নিল অজিরা।
ভারতকে তাদের ঘরের মাঠে দু’ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। এবং ০-২ পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ জিতল অ্যারন ফিঞ্চরা। হায়দরাবাদ ও নাগপুরে প্রথম দু’টি ওয়ানডে জিতে নেয় ভারত। রাঁচি ও মোহালিতে পালটা জয় তুলে নিয়ে সিরিজে ২-২ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। দিল্লির নির্নায়ক একদিনের ম্যাচে ভারতকে ৩৫ রানে হারিয়ে দেয় অজিরা।
কোটলায় টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে। জবাবে ভারত ৫০ ওভারে ২৩৭ রান তুলে অলআউট হয়ে যায়৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর