টি-টোয়েন্টি লিগ সামনেই। এবার কুড়ি-বিশের ক্রিকেট যুদ্ধে নতুন চমক হতে পারে শচীনপুত্র অর্জুন। এদিকে, ২৩ মার্চ থেকে শুরু আইপিএল। সেই টুর্নামেন্টে অবশ্য বল হাতে বাইশ গজে নেমে সারপ্রাইজ দিচ্ছেন না জুনিয়র টেন্ডুলকার। বরং আইপিএল শেষে মুম্বইয়ের এক জয়প্রিয় টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যেতে পারে তাকে।
মুম্বইয়ের টি-টোয়েন্টি ক্রিকেট লিগের নতুন মরশুমের নিলামে অর্জুনের নাম রাখা হয়েছে। সামনের কয়েক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টে সূচিও প্রকাশ পাবে। মনে করা হচ্ছে আইপিএল শেষ হলেও মুম্বইয়ে এই টুর্নামেন্ট শুরু হবে। তার আগে চলতি মাসেই নিলাম পর্বের অনুষ্ঠান হওয়ার সম্ভবনা রয়েছে। এবার টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষে নিলামের বড় চমক শচীনপুত্র অর্জুন।
বাঁ-হাতে পেস বোলিংয়ে পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংও করতে পারেন অর্জুন। তবে ব্যাটিংয়ের চেয়ে বোলার হিসেবে শচীনপুত্র বেশি পরিচিত। মুম্বইয়ের জয়প্রিয় এই টি-টোয়েন্টি লিগ শচীনপুত্রের ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ভারতের ক্রিকেটমহল।
বিডি প্রতিদিন/এ মজুমদার