দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি গোল হজম করে পিছিয়ে পড়ে সিটি। গোলটি করেন গ্রিমেস। আর নয় মিনিট পরেই সেলিনার গোলে এগিয়ে যায় সোয়ানসি সিটি। তবে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে বেনার্দো সিলভার গোলে ব্যবধান কমায় দলটি। আর ৭৮ মিনিটে সমতায় ফেরে। রাহিম স্টারিংলিকে ফাউল করলে সার্জিও আগুয়েরোর পেনাল্টি শট সরাসরি গোল না হলেও গোলরক্ষকের পায়ে লেগে বল জালে জড়ায়। যদিও রেফারির এই পেনাল্টি সিদ্ধান্তটি অনেকটাই বিতর্কিত ছিল।
৮৮ মিনিটে সিটি বিতর্কিত আরও একটি গোলে এগিয়ে জয় নিশ্চিত করে। এবার হেডের মাধ্যমে গোলটি করেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ