আইপিএলের চলতি আসরে গত সোমবার রাজস্থানের জস বাটলারের মাকড়ীয় আউট নিয়ে এখন দুই ভাগে বিভক্ত ক্রিকেট বিশ্ব। ক্রিকেটিয় নিয়ম, নাকি স্পিরিট অব ক্রিকেট, কোনটা মেনে চলা উচিৎ তা নিয়ে বিতর্ক তুঙ্গে। আর এর মধ্যেই নতুন বিতর্ক উস্কে দিলেন খোদ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।
বাটলারকে অশ্বিন মাঁকড়ীয় আউট করার পর সোমবার রাতেই আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, "আমার মনে আছে, এক বৈঠকে যেখানে অধিনায়ক এবং ম্যাচের রেফারিদের সঙ্গে চেয়ারম্যান হিসাবে আমিও উপস্থিত ছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে যদি কোনও ব্যাটসম্যান বোলারের বল করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে চলে যান তাহলে সৌজন্যের খাতিরে রান আউট করা হবে না।"
পাশাপাশি তিনি আরও বলেন, "যতদূর মনে পড়ছে কলকাতায় আইপিএল শুরুর আগে ওই বৈঠক হয়েছিল যেখানে ধোনি এবং বিরাট দুজনেই উপস্থিত ছিলেন।"
আইপিএলে প্রথমবার কোনো ক্রিকেটার এই ভাবে আউট হলেন। অনেকেই মনে করছেন অশ্বিনের অন্তত একবার সতর্ক করা উচিত ছিল বাটলারকে। ছবিতে অবশ্য দেখা যাচ্ছে, সতর্ক না করলেও ওই ওভারেই অন্তত তিনবার অশ্বিন বল করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাটলার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর