ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের ছুড়ে দেওয়া ২৬২ রানের লক্ষ্যে মাঠে নেমে দুর্দান্ত ব্যাট করছেন বাংলাদেশি দুই তারকা ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরই মধ্যে দুইজনই অর্ধশতক তুলে নিয়ে দলকে আরও এগিয়ে নিচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৩৩ রান।
প্রথমে ওপেনার সৌম্য সরকার ৪৭ বল খেলে ৭ চার ও ১টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। এরপর ৭৮ বলে অর্ধশতক তুলে নেন তামিম ইকবালও। অর্ধশতক পূর্ণ করতে ৫টি বাউন্ডারি হাকান ড্যাশিং এই ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ৪৫তম ফিফটি।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারও দুর্দান্ত শুরু এনে দেন। উদ্বোধনী জুটিতে শাই হোপ ও সুনিল অ্যামব্রিজ যোগ করেন ৮৯ রান। অ্যামব্রিজ ৫০ বলে ৩৮ রান করে ফিরলেও সেঞ্চুরি নিয়ে মাঠ ছাড়েন শাই হোপ। তার ১০৯ রানের ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কার মার।
এদিকে, শুরুতে সুবিধা করতে না পারলেও মাঝের সময়ে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়াতে পারেনি। এ সময় কেবল রোস্টন চেজের ব্যাট থেকে আসে ৫১ রান। বাকিরা বলার মতো কোনো রান পাননি।
বাংলাদেশের পক্ষে উইকেট একটি করে পেলেও দুর্দান্ত বোলিং করেছেন সাকিব ও মিরাজ। তবে ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে টাইগারদের সেরা বোলার মাশরাফি। এছাড়া, দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম