লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ কোচিং ক্যারিয়ারে সাতটি প্রধান ফাইনাল হেরেও ভেঙে পড়েননি। আর এবার পাহাড়সম বাধা পার হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ক্লপের দল লিভারপুল।
শেষ চারের প্রথম লেগে ক্যাম্প ন্যুয়ে ৩-০ ব্যবধানে হেরেছিল ক্লপের দল। মাদ্রিদের ফাইনালে যেতে হলে ফিরতি লেগে অল রেডসদের জিততে হতো ৪-০ ব্যবধানে। চলতি মৌসুমে মেসি-সুয়ারেজ-কৌতিনহোদের বিপক্ষে সেই কাজটি করা ছিল আকাশ-কুসুম চিন্তার সমান। কিন্তু সালাহ-ফিরমিনোবিহীন ক্লপের বাকি শিষ্যরা অ্যানফিল্ডে সেই অবিশ্বাস্য কাজটিই করে দেখিয়েছে।
অসাধারণ মহাকাব্য লেখার পর শিষ্যদের সঙ্গেই মাঠে বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠেন ক্লপ। তিনি বলেন, ‘আমাকে যদি এই ক্লাবটি সম্পর্কে বর্ণনা করতে বলা হয় তবে বলব এটা একটা বিশাল হৃদয় এবং আজ রাতে তা পাগল হয়ে গেছে। এই আওয়াজ আপনি সারাবিশ্বে শুনতে পাবেন।’
ক্লপ আরও বললেন, ‘পুরো ম্যাচটিই ছিল অসাধারণ। জয় পাওয়াটা দুঃসাধ্য ছিল কিন্তু আমরা সেই কাজটিই করেছি, আমি জানিনা তারা (শিষ্যরা) কিভাবে তা করেছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ