পাকিস্তানের সাবেক অলরাউন্ডর শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশের সূত্র ধরে একটার পর একটা চাঞ্চল্যকর ও বিতর্কিত বিষয় সামনে আসছে। আফ্রিদি নিজের বয়স থেকে সাবেক সতীর্থদের বিষয়ে ইতিবাচক এবং নেতিবাচক অনেক কথাই বলেছেন বইতে।
বইটিতে সাবেকদের কটাক্ষ করে সমালোচিত হচ্ছেন তিনি। উদ্ভূত বিতর্কে কাবু পাকিস্তানের সাবেক অধিনায়ক এতদিন কাউকেই পাশে পাননি। অবশেষে শোয়েব আখতারকে পাশে পেলেন বুমবুমখ্যাত আফ্রিদি।
পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, আফ্রিদির সঙ্গে যা ঘটেছে তার আত্মজীবনীতে সে সেটাই লিখেছে। খেলার সময় দেখেছি ওর সঙ্গে সিনিয়ররা খুব বাজে ব্যবহার করতেন। আমি নিজের চোখে এমনটা দেখেছি।
‘গেম চেঞ্জারে’ আফ্রিদি লিখেছেন, ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের আগে নেট অনুশীলনে তাকে ব্যাট করতে দেননি তখনকার কোচ জাভেদ মিঁয়াদাদ। তা সত্য বলে জানান শোয়েব। এ ঘটনার জেরে পরে ১০ সিনিয়র ক্রিকেটার পাকিস্তানের তারকা অলরাউন্ডারের কাছে ক্ষমাও চান বলে দাবি করেন তিনি।
শোয়েব দাবি করেন, শুধু আফ্রিদিকে নয়, সিনিয়রেরা তাকেও শারীরিকভাবে হেনস্থা করতেন। তিনি বলেন, একবার অস্ট্রেলিয়া সফরে ৪ খেলোয়াড় আমার দিকে ব্যাট ছুড়ে মেরেছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ