বৃষ্টিকে পাশ কাটিয়ে ডাবলিনের আকাশ এখন আলো ঝলমলে। আলোকিত ডাবলিনের ব্যাটিং সহায়ক উইকেটে জ্বলজ্বলে ব্যাটিং করছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।
ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবের মাঠ দ্য ভিলেছে সোমবার ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারবীয়রা।
বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে পেসার আবু জায়েদ রাহীর। আর ইনজুরিতে ছিটকে পড়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উইন্ডিজ। আর এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। কারণ তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, রেমন রেইফার।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৯/আরাফাত