ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশ দলের ২৪৮ রান করতে হবে- এমন সমীকরণ সামনে রেখে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তবে নিজের স্বভাবজাত আগ্রাসী ব্যটিং চালিয়ে ফিফটি তুলে নিয়েছেন অপর তারকা টাইগার ওপেনার সৌম্য সরকার। তবে ফিফটি করার পর তিনিও বেশিক্ষণ টেকেননি।
৫৯ বলে নিজের ৯ম ওয়ানডে ফিফটি করার পর অ্যাশলি নার্সের বলে সুনীল অ্যাম্রিসের হাতে ধরা পড়েন সৌম্য। আউট হওয়ার আগে ৫৪ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এসময় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। ছন্দে ফেরা সৌম্য সরকারের এটি টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফিফটি। সিরিজে দুই দলের প্রথম দেখায় বাঁহাতি এই ওপেনার করেছিলেন ৭৩ রান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম