ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম নারী ম্যাচ রেফারি হিসেবে নজির গড়লেন ভারতের জিএস লক্ষ্মী। ২০০৮-০৯ মৌসুমে নারীদের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচ রেফারি হিসেবে কাজ ৫১ বছরের লক্ষ্মী ১৯৮৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্রিকেটার ছিলেন। খেলোয়াড় জীবনে লক্ষ্মী ছিলেন ডান হাতি ব্যাটসম্যান। বল হাতে ভাল আউট সুইং করাতে পারতেন লক্ষ্মী। এবার আইসিসি-র কাছ থেকে তিনি পেলেন বড় সম্মান। লক্ষ্মী বলেছেন, ‘‘আন্তর্জাতিক প্যানেলে আমাকে নির্বাচিত করা হয়েছে, এটা নিঃসন্দেহে বড় সম্মান।’’
ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন ধরে খেলেছেন এবং ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন ঘরোয়া ক্রিকেটে। সেই অভিজ্ঞতা তিনি এবার ম্যাচ রেফারি হিসেবে কাজে লাগাবেন বলে জানিয়েছেন লক্ষ্মী। আইসিসি-র সিনিয়র ম্যানেজার অ্যাড্রিয়ান গ্রিফিত নারী ম্যাচ রেফারি নিয়োগকে স্বাগত জানিয়েছেন। যোগ্যতার মাপকাঠিতেই লক্ষ্মীকে নিয়োগ করা হয়েছে বলে জানান গ্রিফিত।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৯/মাহবুব