২৭ মে, ২০১৯ ১২:১০

জল্পনা উড়িয়ে টুখেলেই আস্থা পিএসজি'র

অনলাইন ডেস্ক

জল্পনা উড়িয়ে টুখেলেই আস্থা পিএসজি'র

ফাইল ছবি

ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি'র সঙ্গে চুক্তি নবীকরণ করলেন কোচ টমাস টুখেল। নতুন চুক্তি অনুযায়ী, টুখেল পিএসজির কোচ হিসেবে ২০২১ সালের জুন মাস পর্যন্ত বহাল থাকবেন। 

৪৫ বছর বয়সি এই জার্মান কোচ ২০১৮ সালের জুনে পিএসজির দায়িত্ব গ্রহণ করেন। লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এসে ম্যানচেস্টার সিটির কাছে হার টুখেলের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। টুখেলকে বরখাস্ত করা হতে পারে, এমন জল্পনা তৈরি হয়েছিল ফ্রেঞ্চ মিডিয়ায়। 

চুক্তি নবীকরণের পরে টুখেল বলেছেন, 'চুক্তি বৃদ্ধি ও পিএসজির প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে আমি আনন্দিত। আমার উপর আস্থা রাখার জন্য ক্লাব চেয়ারম্যান, গোটা দল এবং কোচিং স্টাফকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত ভবিষ্যতে ক্লাবের সেরা সাফল্য অবশ্যই দেখা যাবে।' 

পিএসজি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নাসির আল-খেলাইফি টুখেলের প্রতি শুভকামনা জানিয়ে বলেছেন, 'প্রায় এক বছর ধরে টুখেল ক্লাবের প্রতিদিনের জীবনে দারুণ উদ্দীপনা যোগ করেছেন। আরও দীর্ঘ সময় তার উপর আস্থা রাখতে পারার সুযোগ পেয়ে আমরাও আনন্দিত।'

 

বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর