আগামী মৌসুমেও কোচ আর্নেস্তো ভালভার্দের ওপর ভরসা রাখছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে এমনটাই বলা হচ্ছে। বার্সার বোর্ড মেম্বাররা ভালভার্দেকে ফের পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দেয়।
দুই মৌসুমে কাতালানদের দুটি লা লিগা ও একটি কোপা দেল রে জিতিয়েয়েন ভালভার্দে। এই সফলতাগুলোই তাকে পরের মৌসুমে রাখতে সাহায্য করেছে।
এমনকি বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউয়ের সমর্থন রয়েছে ভালভার্দের ওপর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ