জুভেন্টাস তারকা পাওলো দিবালাকে পছন্দ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। আর্জেন্টাইন তারকা দিবালার জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে প্রস্তুত বায়ার্ন। ২৫ বছর বয়সি এ ফরোয়ার্ডের জন্য নাকি ৮০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত বুন্দেসলিগার শিরোপা জয়ী দলটি।
এ ব্যাপারে ইতালিয়ান গণমাধ্যম সূত্রে জানা যায়, দিবালার জন্য নাকি জুভেন্টাসের সঙ্গে কথাবর্তা বলা শুরু করেছে বায়ার্নের কর্মকর্তারা। তবে ইতালিয়ান গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, তরুণ দিবালাকে ছাড়তে নাকি ১০০ মিলিয়ন ইউরো চাইতে পারে তুরিনের ক্লাবটি।
প্রসঙ্গত, গ্রীষ্মের দলবদলেই বায়ার্ন মিউনিখ ছাড়তে চাইছেন জেমস রদ্রিগেজ। এর আগেই কলম্বিয়ান এ তারকার বিকল্প খুঁজছে জার্মান ক্লাবটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ