ইংল্যান্ড বিশ্বকাপ আসরে সবার নজর ছিল আফগান লেগ স্পিনার রশিদ খানের দিকে। তার ঘূর্ণিতে কিভাবে বিপাকে পড়ে ব্যাটসম্যানেরা সেটি দেখতেই মরিয়া ছিল ক্রিকেটবিশ্ব। কিন্তু এমন কিছুই দেখা যায়নি বিশ্বকাপের মাঠে।
রশিদ খানকে কোনোরকম পাত্তাই দেননি বিপক্ষ দলের ব্যাটসম্যানরা। ৯ ম্যাচে ৭১.৫ ওভার বল করেছেন এই লেগ স্পিনার। দিয়েছেন ৪১৫ রান। আর মাত্র ৬ উইকেট তুলতে পেরেছেন ঝুলিতে। পাশাপাশি বিশ্বকাপের এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলার হিসেবে নামও লিখিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি। বিশ্বকাপে উইকেবিটহীন এটিই সবচেয়ে বাজে বোলিং। ব্যাট হাতে ৯ ম্যাচে ৯ ইনিংস খেলে ১০৫ রান করেন ২১ বছর বয়সী এই আফগানি।
বিশ্বকাপ শুরুর আগে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণে অলরাউন্ডিং র্যাংকিংয়ে কয়েক ধাপ পিছিয়ে পড়লেন রশিদ খান।
বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছেন তিনি।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ