টেনিস বিশ্বকে চমকে দিয়ে শেষমেশ উইম্বলডন থেকে বিদায় নিলেন কোরি গাফ। প্রি-কোয়ার্টার পর্যন্ত স্বপ্নের দৌড়ে ডব্লুটিএ সার্কিটকে দিয়ে গেলেন নতুন তারকার হদিশ।
১৫ বছরের আমেরিকান স্কুলছাত্রী কোরি যোগ্যতা অর্জন পর্বের বাধা টপকে যেদিন জায়গা করে নিয়েছিলেন উইম্বলডনের মূলপর্বে, সেদিনই ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন। সবচেয়ে কম বয়সে ঘাসের কোর্টে ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মূলপর্বে উঠে গড়েছিলেন রেকর্ড। তবে তখনও বোঝা সম্ভব ছিল না যে, চমকের এখনও বাকি রয়েছে।
প্রথম রাউন্ডে নিজের আদর্শ ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সকলকে স্তম্ভিত করে দেন গাফ। দ্বিতীয় রাউন্ডে টপকে যান রিবারিকোভার বাধা। তৃতীয় রাউন্ডে পোলোনাকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে সবচেয়ে কম বয়সি তারকা হিসেবে উইম্বলডনের প্রি-কোয়ার্টারে জায়গা করে নেন কোরি।
অবশেষে শেষ ষোলোয় থামল তার স্বপ্নের দৌড়। প্রাক্তন এক নম্বর তারকা সিমোনা হালেপ ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে পরাজিত করেন মার্কিন কিশোরীকে।
বিডি প্রতিদিন/০৯ জুলাই, ২০১৯/আরাফাত