বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশ দলের। আর এরইমধ্যে টাইগারদের বোলিং কোচ হিসেবে ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালসের চুক্তির মেয়াদও শেষ হয়ছে। তবে ওয়ালসের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না। ওয়ালসের পাশাপাশি ফিজিও তিহান চন্দ্রমোহনের চুক্তিও নবায়ন করছে না বিসিবি।
বিসিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, কোর্টনি ওয়ালস-ফিজিও'র সঙ্গে চুক্তি নবায়ন করবে না বিসিবি।
বিশ্বকাপ শেষে দলের সঙ্গে ফেরেননি ওয়ালস। লন্ডনে থেকে দেশে ফিরে যান তিনি।
বিডি প্রতিদিন/০৯ জুলাই, ২০১৯/আরাফাত