ম্যানচেস্টারে এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের শেষ চারের প্রথম ম্যাচের দিকে নজর ছিল গোটা ক্রিকেট দুনিয়ার। তবে শুধু ক্রিকেট দুনিয়া নয়, ভারত বনাম নিউজিল্যান্ড টিম ইন্ডিয়াকে সমর্থন করেছেন তারকা রেসলার জন সিনা।
ইনস্টাগ্রামে ভারত অধিনায়ক বিরাট কোহলির ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন জন সিনা। জন সিনার ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলির ছবিতে কার্যত ঝড় ওঠে সোশ্য়াল মিডিয়ায়। দুই 'ইউথ আইকনে'র মুহূর্ত শেয়ার করতে সময় নেননি নেটিজেনরা।
কিন্তু ছবির নীচে কোনও ক্যাপশন উল্লেখ করেননি ১৬ বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন। তবে তাতে ভক্তদের উন্মাদনা বাঁধ মানেনি। সিনা-কোহলি মুহূর্ত কমপক্ষে ৩ লাখ ৮০ হাজার লাইক পড়েছে। কমেন্টও করেছেন অনেকেই।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ