টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিলেও এখনও টি-টোয়েন্টি চালিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী পেসার লাসিথ মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন তিনি।
শনিবার মালিঙ্গাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হবে ০১ সেপ্টেম্বর, ক্যান্ডির পাল্লেকেল্লে আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (সহ-অধিনায়ক) অভিষেক ফার্নান্দো, কুশল পেরেরা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মাদুসানাকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ